বাংলার তিন সাকিবের মধ্যে সেরা সাকিব কাবা শরিফে দেশের নাম উজ্জ্বল করেছিলো। কিভাবে? জানুন বিস্তারিত
হাফেজ, নাজমুস সাকিব : ২০১৩ সালের ১৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, পর্যন্ত মক্কা নগরীর হারাম শরিফে অনুষ্ঠিত হয় আন্তর্জাতি, হিফজুল কোরআন প্রতিযোগিতা।
এ প্র তিযোগিতায় প্রথম হয়েছে ময়মনসিংহের ছেলে নাজমুস সাকিব। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭০টি দেশের প্রতিযোগী।
প্রতিযোগিতায়, চ্যাম্পিয়ন হয়েছে নাজমুস সাকিব কাবা শরীফের ইমাম আবদুর, রহমান আস সুদাইসের হাত থেকে গ্রহণ করেন পুরস্কারস্বরূপ, ৮০,০০০ সৌদি রিয়াল, বিশেষ সম্মাননা পদক ও সার্টিফিকেট।
এর আগে, সাকিব ২০১২ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হিফজুল, কোরআন প্রতিযোগিতায় এশিয়ার ২৭টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার, করে।
সাকিব ২০১৩ সালে, এনটিভি-পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায়ও, সাকিব প্রথম স্থান অর্জন করে প্রায় ২০ হাজার প্রতিযোগীকে, পেছনে ফেলে।
সাকিবের, অর্জন এখানেই শেষ নয়। সে ২০১২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৯০টি দেশের, মধ্যে প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে সাকিব পায় ৪৭ হাজার, দিনার।