অন্যান্য

মাছের পেটে কী? ডিম ভেবে কেটে মিলল ‘সেক্সটয়’!

নদীতে শখ করে মাছ ধরতে গিয়েছিলেন দুই মৎস্যজীবী। সেই মাছ ঘরে এনে কাটতেই রীতিমতো চোখ কপালে উঠল

তাঁদের! একই সঙ্গে মুখে খেলে গেল হাসির ঝিলিকও।ব্যাপারটা কী? মাছের পেট থেকে তা হলে কি ডিম পাওয়ার

আনন্দে ভাসলেন দুই মৎস্যজীবী? না, ডিম মিললে হয়তো এতটাও ‘হাসতেন’ না তাঁরা। মাছের পেট থেকে বেরিয়েছে

আস্ত আদরপুতুল (সে,ক্স টয়)! আমেরিকার ইন্ডিয়ানায় একটি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন রিচার্ড কেসার ও জন হুপ।

লরেন্সবার্গে একটি নদীতে সামুদ্রিক মাছ (ক্যাটফিশ) ধরেন তাঁরা। মাছটির পেট স্ফীত ছিল।

তাঁরা ভেবেছিলেন, মাছটির পেটে হয়তো ডিম রয়েছে। পরে যখন মাছটির পেট কাটেন, তখন সেখান থেকে বেরোয় একটি ‘ডিলডো’।

একটি ‘ফেনা বল’ও। যা দেখে হকচকিয়ে যান ওই দুই মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে আদরপুতুল পেয়ে একেবারে চোখ কপালে উঠেছে তাঁদের!

Show More

Related Articles

Back to top button