শ্রমিকরা দাবি নিয়ে নামলে বলা হয়, তারা আ.লীগের বেশে রাস্তায় নেমেছে
পুনর্বাসন না করে রিকশাচালকদেরও ওপর লাঠিপেটার আমরা তীব্র নিন্দা জানাই। শ্রমিকেরা দাবি নিয়ে মাঠে নামলে বলা হয়, তারা আওয়ামী লীগের বেশে রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নামলে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পায়।
এটা রাষ্ট্রের পক্ষ থেকে ভীষণ অশোভনীয়।গতকাল রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করলে তাদের লাঠিপেটার প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক সালমান সিদ্দিকী।
সংক্ষিপ্ত এই সমাবেশের আগে টিএসসি এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। তারপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘রিকশাওয়ালারা জীবিকার তাগিদে রাস্তায় বের হন। ব্যাটারির পরিবর্তে কী ব্যবহার করলে ভালো হবে, সেটা না বুঝিয়ে কেন তাদের লাঠিপেটা করল, আমরা জানতে চাই। অনেক রিকশাচালকের প্যাডেল রিকশা চালানোর শক্তি নেই। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের কেন মারা হলো?’