প্রতারনার মামলার আসামী হয়েও নিজেকে সম্ভাব্য মেম্বার হিসেবে ঘোষনা
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জমঝমাট চা দোকান, গ্রাম গঞ্জের হাট বাজার। সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ উদ্যোগে ঘরে ঘরে গিয়ে কৌশল বিনিময় সহ ভোটারদের খোজ খবর নিচ্ছেন। এই সুযোগে অনেক দাগী ও প্রতারকগণও চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হিসেবে নিজেকে জাহির করার জন্য পায়জামা, পাঞ্জাবী পড়ে টুপি লাগিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে প্রকাশ করেন। কিন্তু না! বর্তমান আওয়ামীলীগ সরকার এই বিষয়ে অনেক সচেতন বলে- দাগী প্রতারক ও দুর্নীতি বাজদেরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা থেকে বিরত রয়েছেন। এমনই এক ঘটনার বিষয়ে আমাদের প্রতিবেদকের কাছে স্পষ্ট হয় যে, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউপির হারাখাল গ্রামের এক মেম্বার প্রার্থী মোঃ শাহ পরান কারীর প্রতারনার বিষয়ে। তিনি মেম্বার প্রার্থী হিসেবে নিজেকে ঘোষনা করে আলোচনায় আসেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ইং সালে ঢাকা হাজারীবাগ থানায় প্রতারনামূলকভাবে জাল জালিয়াতির অপরাধে ৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় একটি মামলা হয়েছে। যার মামলা নং- ১২৫২/১৪। বর্তমানে মামলাটি চলমান ও বিচারাধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে তার গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, মোঃ শাহ পরান কারী একজন প্রতারক ও অনেক জাল জালিয়াতির সাথে জড়িত আছে বলে স্থানীয়রা অনেকেই জানেন। এমন লোকগুলো যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে তাদের থেকে সাধারণ জনগন কি আশা করতে পারে?