বর্ণাঢ্য আয়োজনে লাকসাম সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে ‘লাকসাম সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের’ ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কারাতে টেকনিক্যাল সেমিনার’ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে লাকসাম সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পর ধারাবাহিক ভাবে আলোচনা সভা, কারাতে প্রশিক্ষণ ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
লাকসাম সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। সংগঠনের প্রশিক্ষক হারুন অর রশিদ সুমন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের অপুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ সিহান রতন তালুকদার, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম সিতোরিউ কারাতে দো এসোসিয়েশনের উপদেষ্টা মোখলেছুর রহমান আবু ও বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়নের সহকারী কোষাধ্যক্ষ হাসান খাঁন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।