কুমিল্লা জেলা
ভালো কাজে পুরস্কার পেলেন সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম
শহীদুল ইসলাম শাহীন:
কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ
কুমিল্লা জেলা শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার হিসেবে পুরস্কার পেয়েছেন লাকসাম সার্কেল (এএসপি) মো. মহিতুল ইসলাম।
মঙ্গলবার (১৭ আগষ্ট কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম-বার) হাত থেকে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট নেন লাকসাম সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম।
অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও পলাতক আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনের ক্ষেত্রে দক্ষতা, সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন।পুলিশ সুত্রে জানাযায়, সহকারী পুলিশ সুপার হিসেবে লাকসাম সার্কেল যোগদানের পর থেকেই মহিতুল ইসলাম পুলিশকে জনবান্ধন হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করেন। মাদক,ইভটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘােষনা করে কুমিল্লা জেলার লাকসাম-মনোহরগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করতে কাজ করেন। সাধারণ মানুষ সহজেই যেকোন অভিযোগ নিয়ে এখন পুলিশের কাছে যেতে পারছেন। অপরাধীদের বিরুদ্ধে তাঁর ভূমিকা প্রশংসনীয়। বুধবার সকালে এক প্রতিক্রিয়ায় সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মোঃ মহিতুল ইসলাম বলেন,আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেছি। পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা বাড়ানোর চেষ্টা করেছি। এ পুরস্কার আমাকে আরো উৎসাহিত করেছে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে।