কুমিল্লা জেলামুরাদনগর
মনোহরগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শহীদুল ইসলাম শাহীন: কুমিল্লার মনোহরগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে ও ব্রাক শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুলহাস আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চৌধুরী নওরীন হাসিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা হানিফ মিয়া, শাহ শরীফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইসহাক মিয়া, আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি মনোহরগঞ্জ শাখার প্রোগ্রাম ম্যানেজার মো. তারিকুল ইসলাম, মনিটরিং অফিসার শাহিনুর ইসলাম, আশা ব্রাঞ্চ ম্যানেজার আরিফুল মাওলা, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রভাষক সাংবাদিক আকবর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।