মনোহরগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪নং ঝলম উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম মেম্বার (৩৮) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ধিকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি মেম্বার আবদুর রহিম ওই গ্রামের জায়েদ আলীর ছেলে।
স্থাণীয়রা জানান, ধিকচান্দা গ্রামে একটি পুকুর লিজ সংক্রান্ত বিষয়ে ইউপি মেম্বার আবদুর রহিমের সাথে পাশ্ববর্তী বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে রহমত আলী (৫৭) মপা বিরোধ চলে আসছিল। বিষয়টিকে কেন্দ্র করে রহমত আলী আবদুর রহিম মেম্বারকে কুপিয়ে হত্যা করে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক রহমত আলীকে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে গণধোলাই দেয়। তার অবস্থা মুমূর্ষু হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ইউপি মেম্বার আবদুর রহিমকে হত্যার খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।