কুমিল্লা জেলামনোহরগঞ্জ
মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ নাথেরপেটুয়ায় বাসের ধাক্কায় ব্যাটারী চালিত আটোরিকশা চালক নিহত হয়েছে। চালক শাহিদুল ইসলাম (৪০) দুই ছেলে ও এক মেয়ের জনক।
শাহিদুল ইসলাম বাড়ি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের সুচিয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। মঙ্গলবার নাথেরপেটুয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফরর আহম্মেদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান। চালক শাহিদুল মহাসড়কের উইটার্ন দিয়ে অটোরিকশা ঘুরাতে ঘুরাতে গেলে নোয়াখালী থেকে ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।