মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লাকসামে মৎস্য অফিস কর্তৃক মাছের পোনা অবমুক্ত
শহীদুল ইসলাম শাহীনঃ বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উদযাপন উপলক্ষ্যে ২৯ আগষ্ট লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
পোনা মাছ অবমুক্ত করেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. মোঃ ইউনুছ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে লাকসাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা, পোনামাছ অবুমক্তকরণ, প্রজেক্টের মাধ্যমে মাছ বাজার ও জন সমাগমের স্থানে মৎস্য সাফল্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, মোবাইল কোর্ট, বিভিন্ন জলাশয় ও পুকুরে বিনামূল্যে মাছের পোনা অবুমক্তকরণ, মৎস্য চাষ ও বাজারজাত করণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা, মুক্ত জলাশয়ের মৎস্য চাষে বাংলাদেশ সারা বিশে^ ৩য় স্থানে অধিকার লাভ করার বিষয়ে জনগনকে জানানো সহ সপ্তাহ ব্যাপী অনেক প্রোগ্রাম হাতে নিয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এসব প্রোগ্রাম দেখে মৎস্য চাষীসহ সাধারণ মানুষগণ লাকসাম উপজেলা মৎস্য অফিসকে সাধুবাদ জানিয়েছে।