কুমিল্লা জেলালাকসাম
লাকসামে এক শিশুর রহস্যজনক মৃত্যু
লাকসাম প্রতিনিধি।
কুমিল্লার লাকসামে ফয়সাল নামের ১০ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে। শুক্রবার রাতে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, ওই দিন ফয়সালের মা তার নানার বাড়িতে ছিলো। সন্ধ্যার পর বাবা ইউনুস মিয়াও বাড়িতে ছিলেন না। রাত ১০টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে প্রতিবেশীরা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পরে লাকসাম থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ময়নাতদন্তের রিপোর্ট এলে হত্যার রহস্য উদ্ঘাটন করে এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া।