কুমিল্লা জেলালাকসাম
লাকসামে এশিয়ান পেইন্টস আয়োজনে রঞ্জন শিল্পীদের প্রশিক্ষণ ও মিলন মেলা
মাসুদুর রহমান, লাকসাম।
কুমিল্লার লাকসামে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে রঞ্জন শিল্পীদের প্রশিক্ষণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় লাকসাম হাউজিং এস্টেট মিলনায়তনে এ প্রশিক্ষণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মেসার্স এম আলী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মহব্বত আলী।
এম আলী এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান পেইন্টস্ মার্কেটিং এক্সিকিউটিব অফিসার হাছান মোতালেব ও এশিয়ান পেইন্টসের ট্যারিটরি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম। এম আলী এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার মোঃ রহমত উল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য বক্তব্য রাখেন, এম আলী এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার হাছান ইকবাল, পেইন্টার সুমন আহমেদ, জামাল হোসেন।
পরে গান প্রতিযোগিতায় বিজয়ী দুই জনকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মহব্বত আলী।