কুমিল্লার নাঙ্গলকোটে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৫টায় উপজেলার মনহরপুর গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা।
নিহত ব্যক্তি নাঙ্গলকোট উপজেলার মনোহরপুর গ্রামের সারওয়ারের স্ত্রী বৃষ্টি আক্তার (২৭)।জানা যায়, বৃষ্টি আক্তারের স্বামী সারওয়ার মাছের ব্যবসা করে। গতরাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয় বলে তার পরিবারের স্বজনরা জানায়। সেই ঝগড়ার কারণেই ভোর বেলায় স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
নাকি স্বামীই তাকে মেরে ফেলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর স্বামী সারওয়ার তার শ্বশুরবাড়ির লোকদের জানায়, তার স্ত্রী অসুস্থ, দ্রুত আসার কথা বলে সে পালিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বৃষ্টি-সারওয়ার এ দম্পতির ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে। একটির বয়স ৪ বছর আরেকটির বয়স ১ বছর।লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।