লাকসামে প্রবাসী ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামে প্রবাসী ফোরামের অর্থায়নে কর্মহীন হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে দুইশতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষকে ৩কেজি আলু, ১কেজি তেল, ২কেজি পেঁয়াজ, ১কেজি বুটের ডাল, ২কেজি চানাবুট, ১ কেজি মুড়ি ১কেজি সেমাই, ১কেজি চিনি সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী আহমেদ বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে। বর্তমানে কর্মহীন হতদরিদ্র মানুষেরা মানবেতর জীবন কাটাচ্ছে।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমাদের ফুলগাঁও প্রবাসী ফোরামের যৌথ অর্থায়নে দুইশতাধিক অধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। স্ব-স্ব এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি সামর্থবানদেরকে আহ্বান জানাচ্ছি।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরদার, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, ফুলগাঁও মসজিদের ইমাম মাওলানা আলী নোয়াব, মাওলানা মোঃ অহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হায়াতুন্নবী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হেলাল হোসেন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ পেয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক ও প্রবাসী ফোরামের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন মাসুদ, মোঃ হাসান আহমেদ, পেয়ার আহমেদ, মোঃ মোশারফ হোসেন, মোঃ জামাল হোসেন, নুরুজ্জামান, জয়নাল আবেদীন, অহিদুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।