লাকসাম আবুল কালাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে তিনশত সাইকেল বিতরণ বইছে আনন্দের জোয়ার
শহীদুল ইসলাম শাহীন: আবুল কালাম ফাউন্ডেশন থেকে আমাকে সাইকেল দিয়েছেন, আমি তা নিয়ে মোঃ আবুল কালাম হাই স্কুলে যাব’ ওই স্কুলের মেধাবী ছাত্রীর ভাষায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিল ৮ম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার । শুধু খাদিজা নয়, তার মতো মেধাবী ও দূরবর্তী ৩০০ শিক্ষার্থীর হাতে MZKvj দুপুরে স্কুল মাঠে প্রাঙ্গণে আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালামের হাত থেকে সাইকেল পেয়ে দারুণ খুশি ওই স্কুলে শিক্ষার্থী আদিল মাহমুদ, বৃষ্টি ও তাওহিদা আক্তারসহ অনেকেই। শিক্ষা অর্জনে সেই কঠিন পথ এবার অনেকটাই সহজ করে দিলেন আবুল কালাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কালাম। এসব গরিব মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতে একটি করে সাইকেল তুলে দিয়েছেন তিনি। সেই সাইকেল পেয়ে দারুণ খুশি স্কুলের শিক্ষার্থী ও তাদের অবিভাবকরা।
কুমিল্লা লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়ন পাশাপুর এলাকায় অবস্থিত মোঃ আবুল কালাম হাই স্কুল। গতকাল সকালে মোঃ আবুল কালাম ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত ও মোঃ আবুল কালাম হাই স্কুলের প্রধান শিক্ষক শাহজান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহিলা কলেজর অধ্যক্ষ জামাল নাছের, চৌআরা কলেজের প্রভাষক সরোয়ার জাহান দোলনসহ শিক্ষার্থীদের অবিভাবক ও এলাকার গন্যমাণ ব্যক্তি eM©| Gwb‡q wkÿv_©x‡`i gv‡S eB‡Q Avb‡›`i ‡Rvqvi |