কুমিল্লা জেলালাকসাম
লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শম্ভু সাহা, মোশারফ হোসেন কাঞ্চন, আব্দুল বাতেন চঞ্চল, হুমায়ুন কবির কাজল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, মনসুর আহমেদ মুন্সী, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক শাহ আলম প্রমুখ।
সভায় পৌর ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড এবং ৫নং গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের পূর্বোক্ত কমিটি বিলুপ্ত করে প্রত্যেক শাখায় ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পৌর ১নং ওয়ার্ডে আব্দুল কাদের হুরনকে আহবায়ক, পৌর ২নং ওয়ার্ডে এম এ হাসানকে আহবায়ক, পৌর ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম রাসেলকে আহবায়ক এবং গোবিন্দপুর ইউনিয়ন উত্তর শাখায় ফিরোজ আলমকে আহবায়ক করে সম্মেলন প্রস্তুতির নির্দেশ প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সদস্য হিসেবে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাজু ও মোঃ ফরিদ উদ্দিনের নাম ঘোষনা করা হয়।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে করোনাকালে সমাজের দুস্থ-অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম।