সারা দেশের ন্যায় লাকসামেও কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
শহীদুল ইসলাম শাহীন: সারা দেশের ন্যায় গতকাল লাকসাম উপজেলার স্কুল মাদ্রাসায় বই বিনামূল্যে বই বিতরণ হয়েছে। বই পেয়ে ছাত্র ছাত্রীরা আনন্দে মাতোয়ারা হয়ে পড়েছে। লাইন ধরে বই নিয়ে খুশি হয়ে বাড়িতে ফিরছে কোমলমতি ছাত্রছাত্রীরা। এরই ধারাবাহিকতায় লাকসাম উপজেলার উত্তরদা ইউপির রামারবাগ কিন্ডার গার্টেনের ছাত্র ছাত্রীরা নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনের হাত থেকে বই গ্রহন করছেন। পাশে উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ও আতাকরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ বশির উল্লাহ বাচ্চু, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন মামুন, যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তোমাদের জন্য বছরের ১ম দিনে বিনামূল্যে বই পাওয়ার সুযোগ করে দিয়েছেন। তাই তোমরা উনার জন্য আন্তরিকভাবে দোয়া করবা।