খেলা
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেই সাকিব
আইসিসি যেকোনো সংস্করণে ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের নাম থাকা চিরায়ত একটা রীতি হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন ধরে তিন সংস্করণের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় রাজত্ব করেছেন।
সময়ের হিসাবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকার রেকর্ডটাও অমলিন। কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে আইসিসির সেরাদের তালিকা থেকে বাদ পড়েছিলেন। এবার বাদ পড়লেন ওয়ানডে থেকে। এখনও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি সাকিব। তবু র্যাঙ্কিং থেকে নাম সরে যাওয়াটা অবাক করার মতো ব্যাপারই।
যদিও নিয়মানুযায়ী, এক বছর কোনো ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে ওই ক্রিকেটারের নাম সরিয়ে ফেলা হয়। সেই হিসাবে সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। স্বভাবত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব। এ ফরম্যাট থেকে সাকিবের অবসরের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সাকিব ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন।
ফের একটি ওয়ানডে খেললেই আইসিসি র্যাঙ্কিংয়ে তার নাম উঠে যাবে। সেটি উইন্ডিজ সফরেই হবে কি না সেটি নিয়ে রয়েছে ঘোর সংশয়। কেননা ক্যারিবীয় সফরের ওয়ানডে দলে সাকিবের দলে থাকা এখনও অনিশ্চিত।