খেলা

নিজের দাম জানতে চেয়ে পান্ত, ‘আমি কি বিক্রি হব, হলে কত মূল্যে?’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকের পর থেকে আর কখনো নিলামে উঠেননি ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তার সম্পর্কটা ছিল বেশ গভীর। অবশেষে সেই সম্পর্কে ছেদ পড়েছে। আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দিয়েছে দিল্লি। তাই নিলামে দেখা যাবে পান্তের নাম। আর এই নিলাম নিয়ে বেশ উচ্ছ্বসিত পান্ত।

২০১৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে আসেন পান্ত। সেই বছরই নিলাম থেকে তাকে দলে ভেড়ায় দিল্লি। এরপর গত আসর পর্যন্ত এই দলের সঙ্গেই ছিলেন তিনি। তবে আসন্ন মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ বছর রিটেইন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর। তবে তার আগেই পান্ত জানতে পেরেছিলেন যে, আসন্ন আসরে তাকে ধরে রাখছে না দিল্লি। তাইতো গত ১২ অক্টোবরই এক্সে এক পোস্টের মাধ্যমে জানতে চান, নিলামে তার দাম কত হতে পারে?সেখানে তিনি লিখেছেন এভাবে—‘নিলামে যদি আমার নাম ওঠে, আমি কি বিক্রি হব, হলে কত মূল্যে?

’পান্তের পারফরম্যান্স আর ফর্ম বিবেচনায় বলাই যায়, নিশ্চিতভাবেই দল পাবেন তিনি। এমনকি সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকায় উপরের দিকেই থাকবেন এই উইকেটকিপার ব্যাটার।সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা ভবিষ্যদ্বাণী করেছেন, আইপএল নিলামের রেকর্ড দাম হাঁকাতে যাচ্ছেন পান্ত।

জিও সিনেমাতে উথাপ্পা বলেন, ‘আমার মনে হয় ঋষভ পান্তকে কিনতে প্রায় ২৫-২৮ কোটি রুপি ব্যয় করা হতে পারে। অবশ্যই একটি বিশাল অঙ্কের টাকা পাবেন এবং এই নিলামে সর্বোচ্চ অর্থ প্রদানকারী খেলোয়াড় হয়ে উঠবেন। পান্তকে এত দামে কেনা দেখতে আকর্ষণীয় হবে, কারণ আমি মনে করি পাঞ্জাব কিংস তাকে কিনতে চাইবে এবং আরসিবিও তাকে নেতৃত্বের ভূমিকায় এবং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে কিনতে চাইবে।’

Show More

Related Articles

Back to top button