রাত ১০টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট!
রাত গড়ালেই শুরু হবে চট্টগ্রাম টেস্ট। সফরকারী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সাগরিকার পাড়ে এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর দর্শক ফিরবে চট্টগ্রামের স্টেডিয়ামে। এজন্য ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় আজ ২৫ নভেম্বর সকাল থেকে। কিন্তু টিকিট হাতে পেয়ে সমর্থকদের চোখ কপালে ওঠার জোগাড়। সকাল ১০টায় শুরু হবে ম্যাচ, অথচ টিকিটের গায়ে লেখা রাত ১০টা!
বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হচ্ছে ২৬ নভেম্বর। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে। ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে প্রতিদিন ৫ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।
তবে ম্যাচের টিকিটে সময়ের জায়গায় ‘১০ এএম’ এর পরিবর্তে লেখা ‘১০ পিএম’। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেওয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম ও পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করেছে বিসিবি।
নিজেদের ভুল অবশ্য মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘প্রিন্টিং মিসটেক’ দাবি করে দ্রুত এর সমাধান করা হবে বলে জানান বিসিবির এক কর্মকর্তা।