সাংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি
“আমাদের লাকসাম” এর সংবাদ সংগ্রহ করার জন্য জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ চলছে…
“www.amaderlaksam.com” অনলাইন পত্রিকা পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় “আমাদের লাকসাম” অনলাইন পত্রিকার নিয়োগ প্রক্রিয়া চলছে।
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের। আর এ জন্যই চলার পথে নবীনদের সাথী করতে (কলেজ বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
আমাদের ফেইসবুক পেইজে ভিজিট করতে নিচে ক্লিক করুন > Amaderlaksam.com
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক আগ্রহ ইচ্ছা।
২. পরিশ্রমী/অনুসন্ধানী মানসিকতা।
৩. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে।
৪. স্মাট ফোন অথবা কম্পিউটার থাকতে হবে।
৫.লেখালেখির যোগ্যতা/ভাষাগত দক্ষতা।
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরা কেবল আবেদন করুন।
প্রার্থীর যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক/ অভিজ্ঞদের জন্য শিথিল যোগ্য
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
১.সিভি।
২.পাসপোর্ট সাইজ ছবি।
৩.এনআইডি/ জন্ম নিবন্ধন (অনলাইন) কপি
৪.শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদ কপি।
যেভাবে পাঠাবেন-ই-মেইলঃ news@amaderlaksam.com
অথবা,
•সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
ক্লিক করে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে.
www.amaderlaksam.com
বিঃদ্রঃ আবেদনকারীদের সাথে আমাদের এডমিন ক্রমান্বয়ে যোগাযোগ করবেন।
ই-মেইল পাঠিয়ে আমাদের পেইজে ইনবক্সে করে জানিয়ে দিবেন।