জাতীয়

কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন : গ্রেপ্তার ৩

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত ও মিরপুর ১৪ এলাকায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। সেনাবাহিনী বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে আজ রিফাত, হৃদয় ও ইয়াসিন নামের তিন জন দুষ্কৃতিকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়।

পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং  সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button