খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সারজিস
জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেই সরকারে নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে তখন থেকেই নানা আলোচনা-সমালোচনা চলে আসছিল। এবার নতুন করে আরও তিন উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর পূর্ববর্তী সময়ে তাদের নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে আবারও শুরু হয়েছে বিতর্কের ঝড়।
এমনকি এই আলোচনা-সমালোচনার ঝড়ের মধ্যেই নতুন করে ঘি ঢেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের এক বিস্ফোরক মন্তব্য। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেন।এরপরই দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সারজিস।
সারজিস আলম বলেন, (এখন পর্যন্ত) শুধু একটা বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা (হয়েছেন)। অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। এদিকে সারজিস আলমের স্ট্যাটাসের পর কমেন্ট বক্সেও শুরু হয় নেটিজেনদের সমালোচনার ঝড়।
সেই পোস্টের কমেন্টে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরান মাহফুজ লিখেন, আন্দোলনে নারী সমন্বয়ক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নেই উপদেষ্টা হওয়ার মত? মাদ্রাসা ও কলেজের সমম্বয়করা ফোকাসে নেই কেন? অন্যায্য আচরণ করলে গণঅভ্যুত্থানে গণ অনুভূতি ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। নেতৃত্ব হয়ে পড়বে গণমানুষের শক্তিহীন ছাত্রনেতারা…
হাসিনার চলে যাওয়া সবার জন্য শিক্ষা।বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ সারওয়ার হোসেন লিখেন, উনারা কি জনগণের ভাষা বুঝেন না? নতুন বাংলাদেশের জন্য সাধ্যমতো পরিশ্রম করতেছি, অন্যদিকে প্রফেসর ইউনুস সরকার খুঁজে খুঁজে এলজি… (আওয়ামী লীগ) সমর্থকদের উপদেষ্টা বানায়। আমাদের চাওয়া বেশি কিছু নয়।
ক্ষমতা আপনারা রান করেন, কিন্তু এই দেশের জনগণকে শাসন করতে তাদের চাপিয়ে দিবেন না। মোস্তাফা সরওয়ার ফারুকীও সমকামী গ্রুপের লোক। আফসোস।মোহাম্মদ হোসেইন মাহবুব নামক আরেক নেটিজেন লিখেন, আজকের উপদেষ্টা পরিষদের নিয়োগ দেখে আমার মনে হচ্ছে বিপ্লব অতিসত্বর শেষ হওয়ার পথে।
এর জন্য দায়ী সমন্বয়ক তথা বৈষম্যবিরোধী ছাত্ররা। এখনো সময় আছে যদি আপনারা তা প্রতিহত করেন। তাহলে বিপ্লব রক্ষিত থাকবে। ইনশাআল্লাহ।প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকীর পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার নানা ছবি ও লেখা ভাইরাল হতে শুরু করে। সমালোচনা থেকে বাদ যায়নি ব্যবসায়ী সেখ বশির উদ্দিনও।