জাতীয়

ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৭০০ শিক্ষার্থী

পার্ট টাইম হিসেবে দিনে ৪ ঘণ্টা করে দায়িত্ব পালনের জন্য ৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার।বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের কাজের সুযোগ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ছাত্রদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে এক হাজার যুবককে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কোর্স করানো হয়েছে। তাদের মধ্যে ৭০০ জন ট্রাফিক ব্যবস্থাপনার কাজে যোগ দিচ্ছেন।উপদেষ্টা আসিফ জানান, প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ৩ থেকে ৪শ’ জনকে নেয়া হবে।

পর্যায়ক্রমে ৭০০ জনকে নিয়োগ দেয়া হবে। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে, তাই এই সময়ে ৪ ঘণ্টা করে এসব শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন।

এ সময় পড়াশোনা শেষে তাদের আগ্রহ থাকলে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে।

সবমিলিয়ে দেশে বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেবে সরকার। সেই সঙ্গে ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 

Show More

Related Articles

Back to top button