দেশে করোনার সংক্রমণ বেশি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায়-স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনার সংক্রমণ বেশি এ মুহূর্তে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায়। এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সেবা বাড়াতে এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এছাড়া ঢাকার ওপর চাপ কমাতে বাইরের হাসপাতালগুলোতে অক্সিজেন, শয্যা ও লোকবল বাড়ানো হচ্ছে।
৭ আগস্ট থেকে দেশের প্রতিটি ইউনিয়নে টিকা দেয়া হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, ১৩ হাজার ৮০০ বুথে টিকা দেয়া যাবে। এক সপ্তাহেই এক কোটির বেশি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বয়স্কদের আগে টিকা দেয়া হবে।
রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীদের চাপ। কুর্মিটোলায় মোট শয্যা আছে ৩০০টি। সেখানে রোগী ভর্তি আছে ৩৮৩ জন। হাসপাতালটিতে আইসিইউ বেড দশটি। একটিও খালি নেই। তারপরও অনেকেই আসছেন আইসিইউ বেডের প্রত্যাশায়। দেরিতে হলেও আইসিইউ বেড পাওয়া যেতে পারে, এই আশায় কেবিনে ভর্তি হচ্ছেন কেউ কেউ। অনেকে আইসিইউ না পেয়ে অন্য কোনো হাসপাতালে ছুটছেন।