জাতীয়

ফুটপাতে সন্তান প্রসব, মা ও নবজাতককে হাসপাতালে নিল পুলিশ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় সদ্যপ্রসূত সন্তানসহ মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আমান।

পুলিশ জানায়, আজ সকালে বন্দর থানা থেকে অদূরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে বন্দর থানার এএসআই আমান গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল ৮টার দিকে ফুটপাত থেকে নবজাতকসহ এক পাগলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বন্দর থানা পুলিশ। বর্তমানে তারা মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নবজাতক ও মা সুস্থ আছেন।

 

Show More

Related Articles

Back to top button