জাতীয়রাজনীতি

বঙ্গবাজারে আগুন : ‘পরিকল্পনাকারী’ মেয়র তাপসের বিরুদ্ধে মামলা

রাজধানীর বঙ্গবাজার দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল— এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে শাহবাগ থানায়।

গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে মামলাটি করেন।এ সংক্রান্ত প্রতিবেদন শনিবার (২৩ নভেম্বর) আদালতে পাঠিয়েছে পুলিশ।

সেখানে মামলা দায়েরের বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে।মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন,

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান,  হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।

২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ মনসুর বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলায় সাবেক মেয়র তাপসকেও আসামি করা হয়েছে। তদন্তকাজ চলমান রয়েছে।

Show More

Related Articles

Back to top button