জাতীয়
Trending

র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলছে ময়মনসিংহে

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাতে র‍্যাব-১৪ এর উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল বলে জানায় র‍্যাব। এএসপি আ ন ম ইমরান খান আরও বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

 

সুত্র-জাগো নিউজ ২৪

Show More

Related Articles

Back to top button