জাতীয়

সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংকক যাওয়ার সময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটকে দেওয়া হয়েছে।

বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর ইমিগ্রেশন থেকে তাকে আটকে দেওয়া হয়।রোববার (২৭ অক্টোবর) বিমানবন্দর থানা থেকে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  থানার ওই কর্মকর্তা জানান, এরকম একটা ঘটনা আমরা শুধু শুনেছি মাত্র। এর থেকে আর বেশি কিছুই জানি না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র,জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। গতকাল শনিবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন-দুদকে খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে।১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন খন্দকার গোলাম ফারুক।

২০২২ সালের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মযাত্রা শেষে তিনি অবসরে যান।

Show More

Related Articles

Back to top button