দেশজুড়ে
একদিনের মাথায় প্রধান উপদেষ্টার একান্ত সচিবের নিয়োগ বাতিল
চীনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিফ অব মিশনের মহাপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব পদে নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার।
প্রধান উপদেষ্টার পিএস পদে মোজাম্মেলের নিয়োগ বাতিল করে আজ বুধবার পররাষ্ট্রসচিবের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২২ অক্টোবর মোজাম্মেলকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে অফিস আদেশ জারি করা হয়েছিল।
মোজাম্মেল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার স্মারকটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্রসচিবকে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।