গৃহপরিচারিকা তানিয়ার শিশুর সারা শরীরে ব্লেডের ক্ষতচিহ্ন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুরো শরীরে জখমের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তানিয়া নামে ১০ বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকা। বৃহস্পতিবার রাতে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। ময়মনসিংহ শহরের চরপাড়ার সাইফুল-আছমা দম্পতি শিশুটিকে নির্যাতন করেছে বলে জানা গেছে। ঘটনা জানাজানির পর বাসা ছেড়ে পালিয়েছে ওই দম্পতি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সাবিনা ইয়াসমিন।
শিশু তানিয়ার বাবা চা-বিক্রেতা তাজিম উদ্দিন বলেন, ৫ মাস আগে মেয়ে তানিয়াকে মমেক হাসপাতালের কর্মচারী সাইফুল ইসলামের বাসায় কাজে দেওয়া হয়। গৃহকর্তা সাইফুল ও তার স্ত্রী আছমা শিশুটির ওপর বর্বর নির্যাতন চালিয়েছেন। মেয়ের শরীরে জখম আর জখম। আমি এর বিচার চাই।
তানিয়ার বড় ভাই জুয়েল রানা জানান, তারা স্বামী-স্ত্রী নানা অজুহাতে তানিয়াকে মারধর করত। গত কয়েকদিন ধরে তারা তানিয়ার শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে নির্যাতনকারীরা তাকে গ্রামের বাড়িতে রেখে যান। স্থানীয়রা তাকে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এদিকে ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশু তানিয়ার সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি ময়মনসিংহ সদরের হওয়ায় আমি কোতোয়ালি মডেল থানার ওসিকে জানিয়েছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।