দেশজুড়ে

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক অপারেটর জানান, আগুনের খবর পেয়ে বায়েজিদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখানো জানা যায়নি।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কর্ণফুলী বড় কাঁচা বাজার।

এখানে সংঘটিত আগুন রাত ১১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

Show More

Related Articles

Back to top button