দেশজুড়ে

চট্টগ্রামে ফেসবুকে পোস্ট নিয়ে সংঘর্ষ, পুলিশের উপর এসিড হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ ৭ পুলিশ সদস্য আহত

হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গেলে একপর্যায়ে তাদের ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এসিড নিক্ষেপে আহত হওয়া ওই পুলিশ সদস্যদের নাম ফয়েজ। এছাড়া ইট-পাথরের আঘাতে আহত হন আরও পাঁচজন।

কোতোয়ালী থানার হাজারি গলি এলাকায় ইসকন নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট শেয়ার করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই উত্তেজনা ও সংঘর্ষ। পুলিশের উপর এসিড হামলা এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনারসহ মোট ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, হাজারী গলি এলাকার মো. ওসমান নামের এক দোকানদার কয়েক দিন আগে তার ফেসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক মঙ্গলবার সন্ধ্যার দিকে তার দোকানে গিয়ে হামলা চালায়।

ওই সময় তারা বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দিতে দাবি জানায়। ওই সময় তারা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।এতে আরও ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবার ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা অ্যাসিডও নিক্ষেপ করে।

এতে সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

Show More

Related Articles

Back to top button