দেশজুড়ে

মেজরকে লাঞ্ছিত করায় গুলশান থানার এসি সোহেল প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর পর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন এসি সোহেল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গুলশান জোনের এসি সোহেল রানাকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছিল। গুলশানে একটি ছোট ঝামেলার কারণে তাকে আপাতত সদর দফতরে রাখা হয়েছিল। এরপর তাকে আজ (মঙ্গলবার) রাতে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

’তবে কোন ‘ছোট ঝামেলা’র কারণে এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে, সে প্রশ্ন এড়িয়ে যান ডিসি তালেবুর রহমান।ডিএমপি গুলশান জোনের এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন,

সোমবার (২৮ অক্টোবর) গুলশানে মেজর পদের এক সেনা কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় গুলশান থানার এসি সোহেলের। একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সোহেল। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

গুলশান জোনের ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরে সেনা সদস্যরা থানায় গিয়ে ওই মেজরকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনার পর ওই মেজরের কাছে ক্ষমাও চান এসি সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। বাগ্‌বিতণ্ডা ও ক্ষমা চাওয়ার ভিডিও প্রচারের পর এসি সোহেলকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button