দেশজুড়ে

সাধারণ শিক্ষার্থী-ছাত্রদল সংঘর্ষে রণক্ষেত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের তুমুল সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে এ সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, কৃষি গুচ্ছ  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুই ফটকে তাদের দলীয় ব্যানার টানায়। কিন্তু কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেললে। এ থেকে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে সিলেট ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক বলছেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। কিন্তু মারামারি হাতের নাগালের বাইরে হওয়ায় তাৎক্ষণাৎ কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে এ ঘটনায় প্রক্টরের পদত্যাগ চেয়ে ক্যাম্পাসের দ্বিতীয় গেইটের সামনে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।উল্লেখ্য, রাত পোহালেই কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে প্রায় ৪ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে ।ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবারবিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও পরিদর্শকের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Show More

Related Articles

Back to top button