দেশজুড়ে

সুদের টাকা না পেয়ে গালাগালি, অপমানে যুবকের আত্মহত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে সুদের টাকা না পেয়ে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন স্থানীয় সুদ কারবারি মোঃ আলেফ সরদার(৫০), অপমান সইতে না পেরে মোঃ সিজল হোসেন(২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার (২১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পশ্চিম পাড়া এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

সিজল হোসেন ওই গ্রামেরই মোঃ সাইদুল প্রামানিকের ছেলে।স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, সিজল হোসেন তার ব্যক্তিগত প্রয়োজনে সকলের অগোচরে স্থানীয় সুদকারবারি মোঃ আলেফ সরদারের নিকট থেকে উচ্চহারে সুদ প্রদানের প্রতিশ্রুতিতে কিছু টাকা নেন। কিন্তু শর্তানুসারে সেই টাকার সুদ ও আসল পরিশোধ করতে বিলম্ব হয়।

টাকা প্রদানে বিলম্বের জেরে সুদ কারবারী আলেফ সরদার বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়িতে এসে তাকে অকথ্য ভাষায় গালাগাল করলে সিজল এবং সুদকারবারির মধ্যে বাক বিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার সেই তীব্র অপমান সহ্য করতে না পেরে ঐ রাতেই গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যার চেষ্টা করেন।

বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে সিজলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিজলের মৃত্যু হয়।

সিজলের বাবা সাইদুল প্রামানিক বলেন, আমার ছেলে সুদের উপর টাকা নিয়েছে তা আমরা জানি না। সে টাকা দিতে পারছেনা সেটা আমাদের জানানো দরকার ছিল ওই সুদ কারবারীর। কিন্তু তা না জানিয়ে হটাৎ করে বাড়িতে এসে এভাবে ঝামেলা করে আমাদের মানসম্মান নষ্ট করেছে আর তা সহ্য করতে না পেরেই আমার ছেলে আত্মহত্যা করলো।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক শিতল কুমার বলেন, খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহত সিজলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button