নিজের গাওয়া গানে ভিডিওর মডেল হলেন হিরো আলম.ভিডিও সহ
বিভিন্ন সিনেমার জনপ্রিয় গান নিয়ে নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে সবার নজরে আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেসব মিউজিক ভিডিওর জন্য সামাজিক মাধ্যমে অসংখ্যবার ট্রলডও হয়েছেন তিনি।
তবে এবার আর অন্যের গান নয়, নিজের গাওয়া গানে মডেল হয়েছেন হিরো আলম। শুক্রবার (০৮ জানুয়ারি) ‘কিছু কথা আছে তোমার সাথে’ শিরোনামের মিউজিক ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি।
এতে দ্বৈতভাবে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন হিরো আলম। তার সঙ্গে দেখা গেছে নুসরাত নামের আরেক অখ্যাত মডেলকেও।
এ প্রসঙ্গে আলম বলেন, গানটি করেছি আমার মন চেয়েছে বলেই। আমি চিন্তা করেছি নিজের গানে এবার নিজেই মডেল হবো। আমি টেলিভিশনের দরজায় দরজায় যাচ্ছি না। আমার চ্যানেল আছে সেখানে ছাড়ছি, যার ইচ্ছা হয় দেখবেন, যার ইচ্ছা হয় না দেখবেন না।
এদিকে ঘোষণা দিয়েই একের পর এক গান গেয়েই চলেছেন হিরো আলম। নিজের গাওয়া প্রথম গান ‘বাবু খাইছো’র জন্য তোপের মুখেও পড়েছিলেন তিনি। কিন্তু এতেও থেমে যাননি সামাজিক মাধ্যমের আলোচিত-সমালোচিত এই ব্যক্তি।
বাংলা ছাড়া হিন্দি ভাষায়ও গান গেয়েছেন তিনি। এরপর উর্দু গানে কণ্ঠ দেবেন বলেও জানিয়েছেন। এছাড়া খুব শিগগিরই নিজের মৌলিক গানের একক অ্যালবাম প্রকাশের কথাও বলেছেন হিরো আলম।