বিনোদন

বিছানায় যাওয়ার আগে পুরুষকে যা করতে বললেন অভিনেত্রী পায়েল!

দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী পায়েল রাজপুত। তিনি এবার সোচ্চার হয়েছেন কনডমের ব্যবহার নিয়ে। পায়েল বলেন,

সুরক্ষিত যৌ’নতার কথা যেখানে সবাই এড়িয়ে চলেন। সেখানে সিনেমার প্রচারে এসে সমস্ত ট্যাবু দূরে সরিয়ে দেয়ার

চেষ্টা করেন তিনি।এর আগে পায়েল ‌‌‘আরডিএক্স ১০০’ ছবিতে একের পর এক বোল্ড দৃশ্যে অভিনয় করে খবরের

শিরোনামে আসেন। নতুন ছবি ‘আরডিএক্স লাভ’-এ নায়কের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাকে।পায়েল

বলেন, বিছানায় যাওয়ার আগে সবসময় কনডম সঙ্গে রাখা উচিত। সুরক্ষিত যৌ’নজীবনের জন্য কনডম অত্যন্ত

প্রয়োজনীয়। তিনি বলেন, বর্তমান প্রজন্মের উচিত রাখঢাক ছেড়ে যৌ’নতা নিয়ে খোলাখুলি আলোচনা করা। পিরিয়ড, গর্ভপাত ও সুরক্ষিত যৌ’নতা কোনটাই ঢেকে রাখার মতো বিষয় নয়।

Show More

Related Articles

Back to top button