বিনোদন

মামলার হুমকি দিলেন অভিনেত্রী সানাই মাহবুব

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। বর্তমানে শোবিজ ছেড়ে ইসলামের পথে জীবন পরিচালিত করছেন তিনি।

নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন ও বোরকা-হিজাব পড়ে চলেন সানাই। এরপরও তার নামে বিভিন্ন আইডি ও পেইজ থেকে তার আগের ছবি, ভিডিও পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এতে বেশ চটেছেন সানাই, জানালেন আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনার কথা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজ লাইভে আসেন সানাই। লাইভে তিনি বলেন, অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব কাজ কীভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শিগগিরই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করবো। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

Show More

Related Articles

Back to top button