বিনোদন

সালমান শাহর স্ত্রী সামিরা আবারও বিয়ে করেছেন

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রয়াত সালমান শাহর স্ত্রী সামিরা আবারও বিয়ে করেছেন ।এটি সামিরার তৃতীয় বিয়ে। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। জানা গেছে, গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সালমান শাহ বন্ধু মোশতাক ওয়াইজকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর  বিয়ে করেন সামিরা। মোশতাক-সামিরার সংসারে জন্ম নেয় এক পুত্র ও দুই কন্যা সন্তান। কিন্তু গত মার্চে তাদের সেই সংসার ভেঙে যায়।সামিরার সাবেক স্বামী মোশতাক গণমাধ্যমকে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। ২১ জুন সেটা দুজনের সম্মতিতেই কার্যকর হয়।

নতুন জীবন শুরুর কথা জানিয়ে সামিরা গণমাধ্যমে বলেন, ‘সালমান শাহর স্ত্রীর পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টা করেও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক সম্মতিক্রমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেই। নতুন জীবনের শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।

 

 

Show More

Related Articles

Back to top button