রাজনীতি

ছাত্রদল নেতাকে ‘ফুঁ দিয়ে উড়িয়ে’ দিতে চাওয়া সেই রিপা কেন্দ্রীয় ছাত্রলীগে

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলে ব্যাপক আ’লোচিত ও একই সঙ্গে সমালোচিত সেই ফাতেমাতুজ জোহরা রিপার ঠাঁই মিলল কেন্দ্রীয় ছাত্রলীগে।

গত ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর সদস্য পদ নিশ্চিতের বি’ষয়টি জানানো হয়। বি’ষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ফাতেমাতুজ জোহরা রিপাকে আম’রা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।’

ফাতেমাতুজ জোহরা রিপা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছেন। এর মধ্যে ২০১৯ সালের এপ্রিলে রামগঞ্জ উপজে’লা শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে স্থানীয় সং’সদ সদস্যের সঙ্গে সভামঞ্চে ওঠার পর জো’র করে নামিয়ে দেওয়ার ঘটনায় লাইভে এসে কা’ন্নাকাটি করেন রিপা। এতে ভাই’রাল হন তিনি। তাঁকে নিয়ে বেশ কয়েক দিন মেতে ছিলেন নেটিজেনরা। সেদিন ওই মঞ্চ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে নেমে যেতে বলেন এবং নামতে রাজি না হওয়ায় বা’ধ্য করেন বলে দাবি করেন রিপা।

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতে লা’ঠিসহ রিপার একটি ছবি ফেসবুকে ভাই’রাল হয়। সেদিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে রিপা বলেছিলেন, ‘নিজের নিরাপত্তার তাগিদে লা’ঠি হাতে তুলে নিয়েছি। শি’বির-ছাত্রদল ঠে’কাতে তবে, কারও ও’পর হা’মলা করতে নয়।’ তিনি আরও বলেন, ‘ভিপি নুরের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রদল-শি’বিরের নেতাকর্মীরা আমাদের গালমন্দ করেছেন। এজন্য লা’ঠি হাতে তাদের ধা’ওয়া করেছিলাম।’

গত ২১ জানুয়ারির শুরুতে বাসের মধ্যে ‘স’রকারবি’রোধী মন্তব্য’ করার জের ধরে দুই পুরুষ যাত্রীর সঙ্গে এক নারীর তীব্র বিতণ্ডার ভিডিও ফেসবুকে ভাই’রাল হয়। ওই ভিডিওতেও ছিলেন রিপা। রিপা ওই ভিডিওতে বলেন, ‘স’রকারের সমালোচনা তিনি সহ্য করবেন না। যারা এটা করছেন তাদের সবাইকে পু’লিশের হাতে তুলে দেওয়া হবে।’ বাসের অনেকে বিএনপি-জামায়াতের সম’র্থক বলেও দাবি করেন তিনি, যা পরে থা’না পু’লিশ পর্যন্ত গড়ায়।

এরপর গত মে মাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মা’রামা’রিতেও রিপার উপস্থিতি পাওয়া যায়। সেখানে তিনি গণমাধ্যমে বলেন, ‘অছাত্র চাচ্চু দলের’ সাধারণ সম্পাদক জুয়েলকে সামনে পেলে ‘ফুঁ দিয়ে উড়িয়ে’ দেবেন।লক্ষীপুরের রামগঞ্জ উপজে’লায়র মে’য়ে রিপা। তিনি রামগঞ্জ মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রামগঞ্জ উপজে’লার ছাত্রলীগের ছা’ত্রীবি’ষয়ক সম্পাদক। কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ার বি’ষয়ে প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে ফাতেমাতুজ জোহরা রিপার সঙ্গে বারবার যোগাযোগের পরও সম্ভব হয়নি। সুত্রঃ এনটিভি নিউজ

Show More

Related Articles

Back to top button