রাজনীতি

তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান পালনে মানা, নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ২০ নভেম্বর কোনো ধরনের আনুষ্ঠানিকতা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এই সিদ্ধান্ত ইতোমধ্যে দেশের সব ইউনিটের নেতাকর্মীদের জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান বা উদযাপন করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের এই সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির পক্ষ থেকে নির্দেশনাটি জানানোয় দলের নেতাকর্মীরা বিষয়টি যথাযথভাবে পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Show More

Related Articles

Back to top button