আন্তর্জাতিক

সৌদি আরবে ভ্রমণবিধি অমান্য করলে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা

সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে ভ্রমণবিধি না মানলে সবোর্চ্চ এক লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা) জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা গেছে, দেশটির মন্ত্রিসভায় ‘ট্রাভলে ডকুমেন্ট ল’ নামের এ সংক্রান্ত একটি আইন পাস করা হয়েছে।

এতে বলা হয়, নতুন এ আইনে অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীদের তিন থেকে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করার অনুমতি মিলবে না।

বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করে দিয়েছে।

Show More

Related Articles

Back to top button