আন্তর্জাতিক

হজের জন্য প্রস্তুত হচ্ছে সৌদি আরব

করোনাভাইরাসের কারণে গতবছর স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেছিলেন। চলতি বছর আসন্ন হজে কী পরিমাণ মুসল্লি অংশ নিতে পারবেন, এই সিদ্ধান্ত এখনও হয়নি।

তবে আগামী জুলাই মাসে হতে যাওয়া এই হজকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি সরকার। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

Show More

Related Articles

Back to top button