ইসলাম

সুতরাহ রেখে নামাজ পড়ার নির্দেশ. সুতরাহ কী?

নামাজের সামনে দিয়ে আসা-যাওয়া নিষিদ্ধ ও গুনাহের কাজ। নামাজের সামনে দিয়ে হাঁটার গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে সুতরাহ ব্যবহার করা। নামাজে অংশগ্রহণকারী ইমাম-মুক্তাদির জন্য সুতরাহ রেখে নামাজ পড়া জরুরি। কেননা সুতরাহ ছাড়া নামাজের সামনে দিয়ে আসা-যাওয়া, চলাফেরা করাকে ইসলাম নিষিদ্ধ ও গুনাহের কাজ বলে ঘোষণা করেছে। নামাজে সুতরাহ ব্যবহার সম্পর্কে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। সুতরাং সম্পর্কে মানুষের রয়েছে অনেক জিজ্ঞাসা। সেগুলো কী?

সুতরাহ কী?

সুতরাহ শব্দটি আরবি। এর অর্থ হলো আড়াল। অর্থাৎ নামাজের সময় ব্যবহৃত একটি বস্তু। নামাজ পড়াকালীন সময়ে ইমাম কিংবা একা একা নামাজ পড়া ব্যক্তির সামনে রাখা হয়। যাতে তাদের সামনে দিয়ে হাঁটা চলায় নামাজি ব্যক্তি আড়াল করা হয়।

সুতরাহ রেখে নামাজ পড়ার নির্দেশ

নামাজির সামনে দিয়ে কেউ চলাফেরা করতে পারে, এমন সম্ভাবনা থাকলে সামনে সুতরাহ রেখে নামাজ পড়া ওয়াজিব। তা হতে পারে সফরে, বাড়িতে, মসজিদে একাকি কিংবা ইমামের সঙ্গে নামাজ আদায়ে। সর্বাবস্থায় সুতরাহ ব্যবহার করা জরুরি। হাদিসে এসেছে-

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘সুতরাহ ছাড়া নামাজ পড়ো না।’ (ইবনে খুজাইমাহ)

Show More

Related Articles

Back to top button