কবিতা সমগ্র

ঝড় ও জলোচ্ছ্বাস – কবি.রোখসানা ইয়াসমিন মণি

তোমার অবয়বে ঝড়ের পূর্বাভাস
হৃদয়ে বাজাও সাইরেন
এই বুঝি প্রলয় এলো
চোখের কুয়োয় ঘৃণার হইচই
রাগ ঝরায় বৃষ্টির মত।
তুমি অভিমানী হলে পুরো শহর খরা
খরায় পুড়ে দেশ আমি আধমরা
ভেতরে চলে প্রবল টাইফুন
শান্ত হবো কোথাও কিছু নেই
তাই কুয়াশায় ভিজি একা,খুব একা
রাতের রঙের মত ভেতরও তেমন
চিতোরের চিতা দাউদাউ করে
দমকল নেই নেভাতে আগুন
দীঘি ছিল যত সেখানে নগরায়ণ।
এখন দুঃখ বলি কার কাছে,বনও বিনাশ
পায়ের নিচের মাটি পাথরে ঢাকা
সবকিছু কঠিন কৈলাশে চাপা
চোখজুড়ে নেমে আসে লালমৃত্যুর ছায়া।
শশ্মানের আগুন ছুঁয়ে দেখি
মানুষের দেহ গলে জেগে ওঠে চোখ
পোড়া চোখ বলে শান্তি নাই মনে,শান্তি নাই জনে
শান্তি নাই ঝড় ও জলোচ্ছ্বাসে।
Show More
Back to top button