কুমিল্লা জেলালাকসাম

লাকসামে শাটারের তালা ভেঙে দোকানের মামামাল চুরি

কুমিল্লার লাকসামে একটি মনোহারি দোকানে চুরির ঘটনায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে লাকসামের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোডস্থ ইউসুফ স্টোর নামক দোকানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লাকসাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৮টায় ইউসুফ স্টোরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম দোকান খুলতে গিয়ে দেখতে পান তার দোকানঘরের শাটারে তালা নেই। পরে তিনি দোকানে ঢুকে দেখতে পান তার ক্যাশবাক্সে থাকা নগদ ৯০ হাজার টাকা এবং বিক্রির জন্য রাখা দেড় লাখ টাকা সমমূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়ে গেছে।

এ সময় তিনি দোকানের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখতে পান শনিবার সকাল ৬টার দিকে কয়েকজন যুবক তার দোকানের শাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ইউসুফ স্টোরের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

লাকসাম থানার এসআই আমিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Show More

Related Articles

Back to top button