দেশজুড়ে

রাজধানীতে ভাড়ায় সাইকেলে যাত্রী টানেন মামুন

রিকশা, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল কিংবা প্রাইভেটকারে ভাড়ায় যাত্রী পরিবহন করতে দেখা গেলেও বাইসাইকেলে যাত্রী পরিবহন একেবারেই দেখা যায় না। ঢাকা পোস্টের প্রতিবেদক তানভীর কবীর-এর প্রতিবেদনে

বিস্তারিত উঠে এসেছে।তবে রাজধানীতে বাইসাইকেলে যাত্রী পরিবহন শুরু করেছেন আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি। বাড়ি তার সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায়।আগে রিকশা চালালেও কম পরিশ্রমের জন্য এখন তিনি যাত্রী পরিবহনে বেছে নিয়েছেন বাইসাইকেল।শনিবার রাজধানীর নতুন বাজার এলাকায় কথা হয় মামুনের সঙ্গে। তিনি

বলেন, আমি আসলে সাইকেল দিয়ে যাত্রী টানি। নতুন বাজার-গুলশান এলাকায় যাত্রী নিয়ে আসা-যাওয়া করি।তিনি

বলেন, প্রায় এক সপ্তাহ ধরে এ পেশায় আছি। দৈনিক ৬০০-৭০০ কোনোদিন ৮০০ টাকাও পাই। অফিস টাইমে যাত্রী নিয়ে যাই। সিঙ্গেল যাত্রী নিই। দিনে ৬ থেকে ৭ ঘণ্টা চালাই। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। যেখানে যেমন, ভাড়া ২০-৩০

টাকা।সাইকেলে যাত্রী টানার ভাবনা মাথায় কীভাবে এলো— জানতে চাইলে তিনি বলেন, আগে রিকশা চালাতাম। রিকশা চালানো অনেক পরিশ্রমের। চিন্তা করে দেখলাম বাইক কিনতে গেলেও অনেক খরচ হবে। বাইকের সিস্টেম

করে যদি সাইকেল চালানো যায়, ৬০০ -৭০০ টাকা ইনকাম হয়, তাহলে আমার চলবে আরকি। আমি নিজেও চলতে পারব ভালোভাবে।জ্বালানি তেলের দাম বাড়লেও কোনো চিন্তা নেই জানিয়ে মামুন বলেন, আমার সাইকেলে তো তেল

লাগে না। রিল্যাক্সে যাই-আসি। তেলের দাম বাড়লেও আমাদের কিছু করার নেই।সাইকেলে যাত্রী নেওয়ার সুবিধা সম্পর্কে তিনি বলেন, পরিশ্রম কম। যানজটে ফাঁক দিয়ে চলে যেতে পারি। সাইকেলটা নিয়ে সব জায়গায় যাওয়া যায়।যতদিন পারেন, এভাবে সাইকেলে যাত্রী পরিবহন করবেন বলেও জানান মামুন।

Show More

Related Articles

Back to top button