রিয়াল মাদ্রিদকে নিয়ে তীব্র সমালোচনায় আগুয়েরো: ব্যালন ডি’অর বিতর্কে বিতৃষ্ণা
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর জেতায় ক্রীড়াজগতে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করেছিলেন, এই সম্মাননা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রেরই প্রাপ্য। রদ্রির হাতে পুরস্কার ওঠায় হতাশা প্রকাশ করেছে ভিনিসিউসের ক্লাব রিয়াল মাদ্রিদ, যারা ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ না নিয়ে প্রতিবাদ জানায়। ক্লাবটি দাবি করেছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার হাত রয়েছে এই সিদ্ধান্তের পেছনে। এমনকি রিয়াল কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা পর্যন্ত স্বীকার করেন যে, ব্যালন ডি’অর পুরস্কার ভিনিসিউসেরও প্রাপ্য ছিল। তবে একইসঙ্গে ম্যানসিটির কিংবদন্তি আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো রদ্রিকে সঠিক বিজয়ী বলে উল্লেখ করেছেন এবং রিয়াল মাদ্রিদকে দোষারোপ করতে ছাড়েননি।সোমবার (২৮ অক্টোবর) ব্যালন ডি’অর ঘোষণা হওয়ার আগপর্যন্ত অনেকেই ভিনিসিউসকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরে নিয়েছিলেন।
এমনকি রিয়াল মাদ্রিদ ফ্রান্সে দলের প্রতিনিধিদের পাঠানোর প্রস্তুতিও সম্পন্ন করেছিল। কিন্তু রদ্রির বিজয়ের খবর নিশ্চিত হওয়ার পর তারা সেই পরিকল্পনা বাতিল করে। রিয়াল দাবি করে, উয়েফার প্রভাবের কারণে তাদের খেলোয়াড়ের জায়গায় রদ্রিকে বিজয়ী করা হয়েছে, যা তাদের জন্য অপমানজনক।রিয়াল মাদ্রিদের বেশিরভাগ খেলোয়াড় ও সাবেক তারকারা ভিনিসিউসের পাশে দাঁড়িয়েছেন।
ভিনিসিউসের সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা সরাসরি অভিযোগ করেছেন যে, রাজনীতির কারণে ভিনিসিউস এই পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন। অনেক সমর্থক রদ্রির জয়কে “ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি” হিসেবে আখ্যায়িত করেছেন।তবে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোর মতে, রদ্রিই বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি বলেন, “রদ্রি বিশ্বের সেরা খেলোয়াড়।
পুরস্কারটি আসলে তারই প্রাপ্য ছিল। ফুটবল শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়; এটি সবার খেলা। সবকিছুই যেন রিয়াল মাদ্রিদ নিজেদের সম্পত্তি হিসেবে দেখে!”২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতার পরও রদ্রি ব্যালন ডি’অরে পঞ্চম হয়েছিলেন। তবে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে তিনি ব্যালন ডি’অর জেতেন।
স্পেনের হয়ে ইউরো জয়ের পাশাপাশি সেরা খেলোয়াড়ের সম্মাননা লাভ করেন রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে তিনি প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপও জিতেছেন।