সৌদি আরবে বলিউডের দুই সিনেমা নিষিদ্ধ
দিওয়ালি উপলক্ষে বলিউডে শুক্রবার ভারত ছাড়াও, বিশ্বের বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’। দুটি ছবিই অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যেই এই দুই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।
বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’! সূত্রের খবর, এই দুই ছবিই দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে।
শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সেই কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক আরিয়ান,
বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনয় করেছেন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালির সপ্তাহেই বাজিমাত করবে এই ছবি। অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে।